ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ভোট  আগামীকাল,কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম (ভিডিও)

প্রকাশিত : ১৬:৪৫, ২৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

তৃতীয় দফায় ১১৭ উপজেলায় ভোট কাল। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার, বাক্স ও সিলসহ নির্বাচনী সরঞ্জাম। এরইমধ্যে নির্বাচনী কর্মতাদের মাঝে কাজ ভাগ করে দেয়া হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ রোববার। তঢুসল অনুযায়ী এ ধাপে ভোট হবে ১১৭ উপজেলায়। উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে ৩৫৮, ভাইস চেয়ারম্যান ৬০৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরইমধ্যে অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৩ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান ও ১৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১১৭ উপজেলায় ভোট কেন্দ্র ১ হাজার ১৮। ভোটার ২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ১৪৮ জন।

নির্বাচনী এলাকাগুলোতে ভোটগ্রহণের প্রস্তুতি শেষ করা হয়েছে। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি, সিলসহ নির্বাচনী সরঞ্জাম। যেসব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হবে সেখানে পাঠানো হয়েছে ইভিএম মেশিন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছেন ভোটাররা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি